Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪

নির্বাচন কমিশন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা গেছে, এ প্রশিক্ষণ কার্যক্রমে আট লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।

‎তফসিলের অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর‌্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন