Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪০

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষকদের জন্য অন-অ্যারাইভাল (আগমনী) ভিসা ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপ-সচিব মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ভিসা সংক্রান্ত মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিসা সংক্রান্ত প্রধান সিদ্ধান্তগুলো হলো—

ফি মওকুফ ও বিশেষ সিল:
নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ফি মওকুফ করা যাবে। তাদের পাসপোর্টে ‘নির্বাচন পর্যবেক্ষণ’ উল্লেখসংবলিত বিশেষ সিল দেওয়া হবে।

বিজ্ঞাপন

যাচাই-বাছাই:
আগমনী ভিসার ক্ষেত্রে স্পন্সর প্রতিষ্ঠান, অবস্থানকালীন থাকার ঠিকানা ও ফিরতি টিকিটের তথ্য কঠোরভাবে যাচাই করা হবে। কোনো তথ্য অসঙ্গত বা সন্দেহজনক হলে ভিসা প্রদান করা হবে না।

সামরিক সদস্যদের অনুমতি:
বিদেশি কোনো সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্য পর্যবেক্ষক হিসেবে আসতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

সমন্বয় ও রিপোর্টিং:
বিমানবন্দর ও স্থলবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। প্রতিদিন আগত পর্যবেক্ষকদের তথ্য এক্সেল ফরম্যাটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে ২৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আগ্রহী পর্যবেক্ষকদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর