ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এ সংকটে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সাম্প্রতিক সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই অবস্থান করছে মেগাসিটিটি।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর ৬৩০, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৫৪৭—এটিও একই মাত্রার ঝুঁকিপূর্ণ বায়ুমান নির্দেশ করে।
বাংলাদেশের রাজধানী ঢাকা ২৭৯ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকার এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে, যা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ ছাড়া চীনের উহান ২২০ স্কোর নিয়ে চতুর্থ এবং কলকাতা ২১৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো ২০৭ স্কোর নিয়ে ষষ্ঠ, চীনের চেংডু ২০২ স্কোর নিয়ে সপ্তম, মিশরের কায়রো ১৮৫ স্কোর নিয়ে অষ্টম এবং চীনের চংচিং ১৮২ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে। তালিকার দশম স্থানে থাকা ইথিওপিয়ার আদ্দিস আবাবার একিউআই স্কোর ১৭৯।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলা এবং সংবেদনশীল গোষ্ঠীর সদস্যদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
দূষণের এ ঊর্ধ্বগতিতে জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।