Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে ভোট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২২:০৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:২৪

ঢাকা: আগামী ২১ জানুয়ারির পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি’র ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে তা সংগ্রহ করুন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর অ্যাপে লগইন করে প্রার্থীর তালিকা দেখে ব্যালট পেপারে প্রতীকের পাশে চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।’

ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকযোগে পাঠাতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার তিন শ্রেণির অভ্যন্তরীণ নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন:

বিজ্ঞাপন

সরকারি চাকুরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগ করবেন।

এছাড়াও বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নিবন্ধনের পরিসংখ্যান অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন। এর মধ্যে- প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ও দেশের ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই মূলত ভোটদানের মূল প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কোনো ভোটার এই গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর