ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের সুবিধার্থে ব্যবহৃত ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপটির সেটিংসে বিশেষ পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া ও এ সংক্রান্ত জরুরি নির্দেশনা সময়মতো পাওয়ার জন্য ভোটারদের অ্যাপের সেটিংসে পরিবর্তন আনতে হবে। নিবন্ধিত ভোটারদের তাদের মোবাইলে থাকা অ্যাপটির ‘Settings’ অপশনে গিয়ে ‘Push Notification’ অপশনটি ‘Enable’ বা সচল করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মূলত ভোটসংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ ও আপডেটগুলো নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা আগামী ২১ জানুয়ারির পর থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে স্বচ্ছ ও সহজ পদ্ধতিতে ভোটদান নিশ্চিত করতেই এই ডিজিটাল অ্যাপের ব্যবহার জোরদার করছে কমিশন।