ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ সারা দেশে চলছে প্রতীক বরাদ্দ। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৩ আসনে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রতীক গ্রহণ করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও এ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর তত্ত্বাবধানে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন নির্বাচনি প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। অন্যদিকে, মামুনুল হকের পক্ষে তার ছোট ভাই মাশরুরুল হক এই প্রতীক গ্রহণ করেন।
ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। এই প্রচার উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
উল্লেখ্য যে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোটাররা ‘জুলাই সনদ’ বা গণভোটও প্রদান করবেন।
ঢাকা-১৩: ববি হাজ্জাজের প্রতীক ধানের শীষ, মামুনুল হকের রিকশা
স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৪:২৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:২৫
২১ জানুয়ারি ২০২৬ ১৪:২৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:২৫
সারাবাংলা/এনএল/এএ