Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্র’র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:১৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮

১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স বাংলাদেশ সফরে এসেছেন।

ঢাকা: বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারীত্ব সুসংহত করাই তার এই সফরের লক্ষ্য।

যুক্তরাষ্ট্র মিশন আরও জানায়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে। ঢাকায় বৈঠক এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে। মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারকে তুলে ধরে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর