ঢাকা: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা পিএসসি ওয়েবসাইট অথবা টেলিটক ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে নিচের সামগ্রীগুলো আনা সম্পূর্ণ নিষিদ্ধ:
- সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ব্যাংক কার্ড সদৃশ ডিভাইস।
- বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, গহনা বা ব্রেসলেট।
নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।