Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের আমেজের মধ্যেই কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:০১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১২:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: শীতের আমেজ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে ভোরের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে।

তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর বুধবার ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায়ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব কারণে দেশের আবহাওয়ায় শীতের প্রভাব বজায় থাকলেও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

সারাবাংল/এফএন/ইআ
বিজ্ঞাপন

আজ সলঙ্গা বিদ্রোহ দিবস
২৭ জানুয়ারি ২০২৬ ১১:২২

আরো

সম্পর্কিত খবর