ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে কোনোভাবেই কোনো পক্ষ নিতে পারবেন না রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘আইনি বাধ্যবাধকতা মেনে তারা কেবল জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে পারবেন। তবে কোনো বিশেষ পক্ষের হয়ে প্রচারে অংশ নেওয়া হবে সম্পূর্ণ বেআইনি।’
সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে ইসি বলেন, ‘নির্বাচনি দায়িত্বে যারা থাকবে তারা গণভোটের প্রচার করতে পারবে। তবে হ্যাঁ/না ভোটের পক্ষে থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট কারও কাছেই নির্বাচন কমিশন দ্বায়বদ্ধ নয়। শুধু আইনের কাছে দায়বদ্ধ নির্বাচন কমিশন।’ সংবিধান ও আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান ইসি আনোয়ারুল।