Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার নিয়ে তারেক রহমানের সঙ্গে বিনিয়োগকারীদের বৈঠক আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ০৮:২২

ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারের দীর্ঘদিনের সংকট, বিনিয়োগকারীদের দুর্দশা এবং বাজার পুনর্গঠনের রূপরেখা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপির গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি কাজী মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে গঠনমূলক আলোচনা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের এ সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত জানান তারেক রহমান।

বিজ্ঞাপন

বিনিয়োগকারী ঐক্য পরিষদের চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজার চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০১০ সাল থেকে শুরু হওয়া ধস এখনো কাটেনি। এতে লাখ লাখ বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়েছেন। অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অনেকে মানবেতর জীবন যাপন করছেন। এমনকি কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছেন। বিগত ১৬ বছরে স্থবিরতা কাটিয়ে পুঁজিবাজার পুনর্গঠনের সুস্পষ্ট রূপরেখা নির্বাচনি ইশতেহারে রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, বৈঠকে পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম, কারসাজি, ভুয়া আর্থিক প্রতিবেদন, দুর্বল করপোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ না দেওয়া, রিজার্ভের অর্থ লুটপাট, দুর্বল কোম্পানির আইপিও ও রাইট শেয়ারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিষয়গুলো তুলে ধরা হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পুঁজিবাজার। অথচ দীর্ঘমেয়াদি অবহেলা ও অনিয়মের কারণে এই খাত ধ্বংসের মুখে পড়েছে। এ অবস্থায় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিনিয়োগকারীদের বৈঠক গুরুত্বপূর্ণ।

বিনিয়োগকারীদের আশা, তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুঁজিবাজার সংস্কারে একটি শক্ত রাজনৈতিক অঙ্গীকার পাওয়া যাবে, যা ভবিষ্যতে বাজারের স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর