Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ভোটারদের গাড়ি সুবিধা দিলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১০:৫২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৭

ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচনি মাঠে ভোটারদের প্রভাবিত করতে কোনো ধরনের যানবাহন সুবিধা দেওয়া যাবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকরা যদি ভোটারদের কেন্দ্রে আনতে গাড়ি বা অন্য কোনো যানের ব্যবস্থা করেন, তবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের এই কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি জানিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রার্থীরা নিজেদের প্রভাব খাটিয়ে ভোটারদের কেন্দ্রে আনার জন্য বাস, মাইক্রোবাস বা ইজিবাইকের ব্যবস্থা করেন। এটি সরাসরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

বিজ্ঞাপন

তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং অনুসারী বা সমর্থকদের এ বিষয়ে আগেই সতর্ক থাকতে বলা হয়েছে।

সেইসঙ্গে প্রার্থীদের জন্য কী কী করা ‘করণীয়’ এবং কী কী ‘বর্জনীয়’, তা উল্লেখ করে পুনরায় রিটার্নিং কর্মকর্তাদের: সতর্ক করে দেওয়ার কথা বলে হয়েছে।

এদিকে নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সতর্ক করার পরেও যদি কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে ভোটারদের যানবাহন সুবিধা দেয়া হয়, তবে ‘নির্বাচনি আচরণবিধিমালা ২০২৫’ এবং আরপিও (Representation of the People Order) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানাসহ এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর