Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫১

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

‎ঢাকা: ‎বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যাদের নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো বিশেষ পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র।

‎বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করে বলেন, “আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করার একচ্ছত্র অধিকার কেবল বাংলাদেশের জনগণেরই।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে গত সপ্তাহের বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, “প্রধান উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন উৎসবমুখর হবে। আমি নিজেও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

‎সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি প্রশংসনীয়।

তিনি আবারও স্মরণ করিয়ে দেন, জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সঙ্গেই ওয়াশিংটন ভবিষ্যতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর