Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির আমলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখালে চাকরি হতো না’


২৭ মার্চ ২০১৯ ১৯:২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর মুক্তিযোদ্ধারা নানাভাব লাঞ্ছনার শিকার হন। বিএনপির আমলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখালে চাকরি দেওয়া হতো না।

বুধবার (২৭ মার্চ) নারায়ণগঞ্জের জেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা চেক বিতরণ অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা, সম্মান দেখিয়েছেন। আর কোনো সরকার এভাবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি।’

একাত্তরে রণাঙ্গনের যোদ্ধা ও ক্র্যাকপ্লাটুনের এই সদস্য বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ এনেছেন। তারা কোনো সুবিধার কথা বিবেচনা করে যুদ্ধে যাননি, কোনো আর্থিক মূল্যে তাদের ত্যাগও মূল্যায়ন করা সম্ভব নয়। তাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে চলার ও বলার অধিকার লাভ করেছি এবং এদেশের মাটি-জলে নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছি।’

সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আবারও সোনালি আঁশের দেশ হিসেবে পরিচিত করতে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে। সারাবিশ্বে এখন প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার হচ্ছে। আমাদেরও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের পণ্যের ব্যবহার করতে হবে। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: যেভাবে ক্র্যাকপ্লাটুন নামটি তাদের হলো

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি রাজনীতি করতে এসেছি মানুষের কল্যাণের জন্য। ধান্দাবাজি করতে রাজনীতিতে আসি নাই। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। মানুষের মুখে হাসি ফুটিয়ে বিদায় নিতে পারলেই শান্তি।’

শামীম ওসমান বলেন, ‘দেশ যখন ঠিকভাবে চলে তখনই আঘাত এসেছে। সব যখন ঠিকভাবে চলে তখন ছোবল মারার জন্য অপেক্ষা করে সেই হায়েনার দল। দিনের বেলায় আওয়ামী লীগ, রাতে জামায়াত-বিএনপি তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে।’

নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য কামরুল হাসান তু‌হিন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শীলা রাণী পাল, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপুসহ অনেকে।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর