‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ চক্রান্তের অংশ’
১৯ জুলাই ২০১৯ ২৩:০২
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে নালিশ করেছে তা চক্রান্তের অংশ ছাড়া আর কিছু নয়।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নালিশ সংক্রান্ত ভিডিওটি দেখলাম। তিনি যে অভিযোগ করেছেন এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি। ওই নারী কখনও এ ব্যাপারে আমাদের কাছে আসেননি। কিংবা পুলিশ প্রশাসনের কাছেও যাননি। আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ থাকে যাতে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার না হন।’
মন্ত্রী আরও বলেন, ‘এই নারী যা বলেছেন তা চক্রান্তের অংশ বলে মনে করছি। আমি এখনও বলব, কোথাও এ ধরনের ঘটনা ঘটলে আমাদের বলুক বা পুলিশকে বলুক।’
ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন। বাড়িঘর লুট, জমি দখল করা হচ্ছে।
প্রিয়া সাহা অভিযোগ করেন, তিনি নিজেও আক্রান্ত। মুসলিম মৌলবাদীরা এগুলো করছে। যাদের কোনো বিচার হচ্ছে না এবং সবসময় এরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন।
সারাবাংলা/ইউজে/একে