ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, হাসিনার পুরোনো স্ক্রিপ্টে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি নাটকে ফাঁসানোর সুযোগ আর দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি কি ইঙ্গিত করেছেন, সেটি নিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন করছেন নেটিজেনরা। তবে শেইখ লিয়াকত নামে একজন কমেন্টে জানিয়েছেন, ‘সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট দেখলে উত্তর পাবেন।’
ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় তিনি লিখেছেন ‘কয়েকজন ধান্দাবাজ কথিত আলেমের সঙ্গে ওয়াকারের ডিএমআই বৈঠক করেছে। জাতিসংঘের বিরুদ্ধে আলেমদের দাঁড় করিয়ে পশ্চিমাদের আমাদের পাশ থেকে সরাতে পারলেই আবারও ভারতের পেটে দেশকে ঢুকানো যাবে। দাঁড়ি-টুপিওয়াাঁ লোকজনকে নামিয়ে আবারও বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখানোর পায়তারা চলছে! সাবধান! আগে আমার দেশের সক্ষমতা বাড়ান তারপর জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়ান।’
সারজিস আলম আপাতত এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।