Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুলশানে চাঁদাবাজির সঙ্গে উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট হওয়া দরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৭:০১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে নিজের বাসায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এর আগে, বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু দাবি করেন, গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির দিন ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। অবশ্য, এ ব্যাপারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করতে হবে।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত আহ্বান জানাব, সবাই যেন বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে।’

সারাবাংলা/এজেড/এমপি

চাঁদাবাজি বিএনপি সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর