Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৩:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৫:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক মো. আমজাদ হোসেন বলেন, ‘অনিবার্য কারণবশত ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’

বিজ্ঞাপন

বিষয়টিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশী ও ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই ঘোষিত রাকসু নির্বাচনের তফসিলে জানানো হয়েছিল ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন প্রত্যাশী আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেব বলেন, ‘যৌক্তিক কারণ উল্লেখ না করেই মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। শুরু থেকেই যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছিল, আজকের এই সিদ্ধান্ত তারই বাস্তব প্রতিফলন। রাকসু নির্বাচন অবশ্যই ঘোষিত তারিখ ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে হবে। নির্ধারিত তারিখের কোনো পরিবর্তন ঘটলে তা দীর্ঘমেয়াদে গভীর সংকট তৈরি করবে, যার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।’

ভিপি পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। যা রাকসু হওয়ার পথে আরেকটি বাধা।’

এদিকে রাকসু কমিশনের এ সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। বিবৃতিতে তারা বলেন, নির্বাচন কমিশন একটা রাজনৈতিক ছাত্রসংগঠনের অছাত্রদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন কমিশন যদি কোনো সংগঠনের সঙ্গে সমঝোতা করে থাকে এবং নির্দিষ্ট সময়ে রাকসুর সব কাজ সমাধান কিংবা শেষ করতে ব্যর্থ হয় তাহলে এই ক্যাম্পাসের সব শিক্ষার্থী এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং রাকসু আদায়ের জন্য কঠোর হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, ‘আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ধর্মঘটের কারণে গতকাল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে আবাসিক হলে মনোনয়ন পৌঁছে দিতে পারিনি। তাই আজ সকালে মনোনয়নপত্র দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। খুব দ্রুত আমরা নতুন তারিখ ঘোষণা করব।’

সারাবাংলা/এমপি

ছাত্র প্রতিনিধি নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর