Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন নির্ধারিত সময়েই

রাবি করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৭:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে মোট ২৪ হাজার ৮৯২ জন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যার মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৪১ জন।

তালিকা অনুযায়ী ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহিদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন ভোটার রয়েছে।

বিজ্ঞাপন

আর ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল। তবে মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের (২০ আগস্ট) মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন খান বলেন, ‘আগামী রোববার থেকে রাকসুর মনোনয়নপত্রের ফর্ম বিতরণ শুরু হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে, গত ২৮ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল। পরে গত ১২ আগস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল প্রকাশ করা হয়েছিল। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২৭ ও ২৮ আগস্ট বাছাই প্রক্রিয়া হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। পরিশেষে, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

সারাবাংলা/এমপি

ভোটার তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ নির্বাচন