Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, যেখানে হতাশা বাড়ছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৪:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:১০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। রাতারাতি সেই সমস্যাগুলো সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিদের কাছে জবাবদিহিতা থাকলে ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করা যেত। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, যেখানে হতাশা বাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমলাদের হাতে সবকিছু নির্ধারিত হয়। একদিনে দুর্নীতি, বৈষম্য বা কাঠামোগত সংকটের সমাধান হবে না। বিচ্ছিন্নভাবে কিংবা জোড়াতালি দিয়ে নয়, সুচিন্তিত পরিকল্পনা, রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা ও ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে বৈষম্য কমানোর পরিবর্তে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষ হতাশ হচ্ছে।”

বিএনপি মহাসচিব মনে করেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি না হলে সংস্কার কার্যক্রম সফল হবে না। “তর্কবিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, তবে দেশের ভবিষ্যৎ যেন হতাশায় নিমজ্জিত না হয়, সেদিকে সবার নজর দেওয়া উচিত,” যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার
২২ অক্টোবর ২০২৫ ২৩:০৫

আরো

সম্পর্কিত খবর