ঢাকা: ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বিনিয়োগ রাখা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক ও প্রতিষেধক স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি স্বাস্থ্যনীতি নিয়ে আসছি। আগামীতে জিডিপির ৫ শতাংশের ওপরে এ খাতে ব্যয় করা হবে। মানুষকে বিনামূল্যে প্রাথমিক ও প্রতিষেধক সেবা দিতে পারলে সামাজিক সুরক্ষায় খরচ কমে যাবে। একজন মানুষ নিজের পরিবারের খরচ কমাতে পারলে জীবনব্যবস্থা, জীবননির্বাহ সহজ হবে। আমরা হিসাব করেই সে নীতি নিতে যাচ্ছি।
আমীর খসরু বলেন, বাংলাদেশে প্রাইভেট হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল খাতগুলোকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। প্রাইভেট সেক্টরে যে হাসপাতাল, ফার্মাসিটিক্যাল আছে তাদের সরকারি নিয়ন্ত্রণমুক্ত করে দেন। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। আর দেশে যেখানে যত বেশি নিয়ন্ত্রণ, সেখানে তত বেশি দুর্নীতি। নিয়ন্ত্রণ আনা হয় দুর্নীতির জন্য
তিনি আরও বলেন, প্রাইভেট সেক্টরে যে হাসপাতাল, ক্লিনিক আছে তাদের সেলফ রেগুলেট করার সুযোগ করে দেন। সেলফ রেগুলেশন সারা দুনিয়াতে রয়েছে। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে না, বাংলাদেশে এমনটা হয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সেলফ রেগুলেশনে যেতে হবে।