Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে জুলাই গণহত্যা ও চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১

আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান (৬১) গ্রেফতার।

ঢাকা: রাজধানীতে জুলাই গণহত্যা ও চাঁদাবাজির ঘটনায় করা মামলায় মোহাম্মদপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানকে (৬১) গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত শফিকুর রহমান মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে জুলাই গনহত্যারও একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর