Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে দায়িত্বশীলভাবে অংশগ্রহণের আহ্বান সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এ নির্বাচনে ভোটারদের দায়িত্বশীলভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সঙ্গে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন। ভোটাররা অবশ্যই ভোট দিতে যাবেন।’

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার মঞ্চ। তাই শিক্ষার্থীরা যেন ন্যায়, সততা ও জবাবদিহির ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচন করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সারজিস আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর