Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা লুকিয়ে ছিল, তাদের ভোট দেওয়ার আগে ভাবুন: হান্নান মাসউদ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এটি প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন, তাই সবার নজর ডাকসুর দিকে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের সতর্ক করেছেন।

তিনি লিখেছেন, ভোট দেওয়ার আগে একবার ভাবতে হবে— ৫ তারিখের আগে যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, কারা দুঃসময়ে পাশে থেকেছে, এবং কারা তখন লুকিয়ে ছিল বা অন্য মিছিলে গিয়েছে।

মাসউদ আরও বলেছেন, ‘৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল, তখন যারা ছাত্রলীগের মিছিলে যেত— তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতোটা অপরিণামদর্শী হইবেন না।’

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেছেন, ডাকসু নিয়ে এ পোস্ট তার প্রথম ও শেষ মন্তব্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর