Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে বিজয়ীদের ধন্যবাদ জামায়াত আমিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে।

তিনি নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘তারা যেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন— এটাই আমার প্রত্যাশা।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে দায়িত্ব পালনকালে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর