ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের কিছু অর্জন রয়েছে, আবার কিছু ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে সেই অর্জনের কোনো মূল্য থাকবে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জাতির বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার অনুযায়ী কার্যক্রম চলছে। তবে সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন না হলে অর্জনের কোনো মানে থাকবে না।’
সংবিধান সংশোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শুধুমাত্র নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব আমরা ১০ শতাংশ দিয়েছি। বাকিটা মাঠে গিয়ে বোঝা যাবে। আমাদের এখনও ৭০ শতাংশ নারী পর্দানশীল। তারা পারিবারিক কারণে আসতে পারছে না, তাই নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এখনও কম।’
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘বিচার তার বিচারিক প্রক্রিয়ায় চলবে। যে সরকারই আসুক, বিচার থেমে থাকবে না। এটি জুডিশিয়ালি চলছে।’
নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সব দল একমত, কোনো দলের ভিন্ন মত নেই।’
গোলটেবিল বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, ‘ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা দূর করা সরকারের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের অগ্রগতি সম্ভব নয়।’