Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্যকে সারজিসের সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বক্তব্যগুলো শেয়ার করে লিখেছেন, “সালাহউদ্দিন আহমেদের বক্তব্য সময়োপযোগী।”

শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ডিএনএ–তে গণতন্ত্র নেই। জন্মলগ্ন থেকে তারা কখনোই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি, বরং যাদের স্বার্থে কাজ করেছে আজ তাদেরই আশ্রয়ে রয়েছে। তার মন্তব্য— যেখানে তাদের উৎপত্তি, বিনাশও সেখানেই হবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ইস্যু টেনে জনগণকে বিভক্ত করা একটি ভুল কৌশল। বিএনপি এ ধরনের রাজনীতি সমর্থন করে না। তার ভাষায়— স্বাধীনতার ৫৪ বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর