Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন: গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে চায় ‘বৈচিত্র্যের ঐক্য’

চবি করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:১৯

চাকসু নির্বাচনকে সামনে রেখে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’ ইশতেহার ঘোষণা করেছে।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’ ইশতেহার ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলটির জিএস প্রার্থী সুদর্শন চাকমা ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার আগে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘আমরা আজ আমাদের প্যানেলের ইশতেহার ঘোষণা করছি। আমরা ইতিহাসের সব গণসংগ্রামের প্রকৃত ইতিহাস ধারণ করে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে আমাদের চলমান সংগ্রাম জারি রাখবো। নিয়মিত চাকসু নির্বাচন জারি রাখা, নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে আমরা কাজ করব।’

বিজ্ঞাপন

বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ইশতেহারে রয়েছে— নিরাপদ ক্যাম্পাস, আবাসন, পরিবহন, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ, শিক্ষা ও গবেষণা, সংস্কৃতি ও ক্রীড়া, জাতিগত বৈচিত্র্য ও নারীবান্ধব ক্যাম্পাস, গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মানবাধিকার।

সংবাদ সম্মেলনে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া, জিএস প্রার্থী সুদর্শন চাকমা, এজিএস প্রার্থী জশদ জাকিরসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর