Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা প্রতীকের দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:১৮

এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর একটি হলো এনসিপি। দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তবে নির্বাচন পরিচালনা বিধিতে ‘শাপলা’ প্রতীক না থাকায়, কমিশন ইতোমধ্যে জানিয়েছে যে কোনো দলকে এ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় এবং ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ জানাতে অনুরোধ করে। কিন্তু এনসিপি সেই অনুরোধ নাকচ করে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম চিঠিতে জানান, বিধি সংশোধন করে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ —এই তিনটির মধ্যে যেকোনো একটি প্রতীক তাদের বরাদ্দ দেওয়া হোক।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসেছে।

সারাবাংলা/এনএল/এমপি

এ এম এম নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর