Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান্দাবাজদের নমিনেশন দিলে দেশের কল্যাণ হবে না: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভা।

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী নির্বাচনে ধান্দাবাজদের নমিনেশন দিলে দেশের কল্যাণ হবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘ভালো দেশ চাইলে ভালো সরকার আসতে হবে। আর ভালো সরকার আসার জন্য ভালো দলকে ভোট দিতে হবে। সামনে যে নির্বাচন, সেখানে যদি ধান্দাবাজদের নমিনেশন দেওয়া হয়, তারা দেশের কল্যাণ করতে পারবে না।’

তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে—এর গ্যারান্টি কি প্রফেসর ড. ইউনুস দিতে পারবেন?’

বিজ্ঞাপন

ছাত্র রাজনীতির প্রসঙ্গে মান্না বলেন, “আগে মানুষ বলত, ভালো লোকেরা রাজনীতি করে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেশিরভাগ ছাত্রই রাজনীতির সঙ্গে যুক্ত। মাত্র এক বছর আগেও ফেসবুকে ‘আই হেট পলিটিক্স’ হ্যাশট্যাগে পোস্ট করত। কিন্তু এখন তারা নিজেরাই রাজনীতিতে নেমেছে। এই রাজনীতির ভেতরে ঢুকেই দেশকে পরিবর্তন করতে হবে।”

ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, ‘এখন আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নয়, এখন লড়াই দেশের পুনর্গঠনের জন্য। কিভাবে অভাব কমানো যায়, সুষম বণ্টন নিশ্চিত করা যায় এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা যায়, সেটাই এখন চ্যালেঞ্জ।’

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এখন সময় এসেছে শিক্ষাব্যবস্থাকে উন্নত করার এবং যারা তা করতে সক্ষম, তাদের দায়িত্বে আনতে হবে।

মান্না বলেন, “আমরা কেবল ক্ষমতার পালাবদলের জন্য রাজনীতি করছি না, আমরা গুণগত পরিবর্তনের জন্য কাজ করছি। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুখী সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ নাগরিক ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর