Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের ত্যাগ ব্যর্থ হতে দেব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:৪৪

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই শহিদদের আন্দোলন ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যে তরুণেরা মিছিল করেছে, রক্ত দিয়েছে, নিজেদের ভবিষ্যৎ উৎসর্গ করেছে— আমরা তাদের ত্যাগের প্রতি সম্মান জানাই। আমাদের ইতিহাসে বহুবার তরুণদের আত্মত্যাগ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এবার যেন সেই ভুল পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

স্ট্যাটাসে নাসির উদ্দিন পাটওয়ারি আরও বলেন, ‘এই প্রজন্মকে ইতিহাসকে পিছনে টানতে দেওয়া যাবে না। আমাদের বিপ্লবের চেতনা জনগণের, কয়েকজনের নয় যারা নিজেদের স্বার্থে তা দখল করতে চায়। ঐক্য, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল অঙ্গীকারই আমাদের শক্তি।’

বিজ্ঞাপন

তিনি আহ্বান জানান, ‘যারা শহিদ হয়েছেন, তাদের স্মৃতি রক্ষা করতে হবে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিষ্ঠান গড়ে তুলে। আমরা তাদের শুরু করা পথকে সম্পূর্ণ করব— এমন একটি দেশ গড়ব যেখানে প্রতিটি ত্যাগের অর্থ থাকবে, এবং প্রতিটি তরুণ স্বপ্ন স্বাধীনতা ও মর্যাদার ভিতর আশ্রয় পাবে।’

এদিকে, আজ জুলাই সনদ সই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এনসিপি। তারা বলেছেন, সনদের কোনো আইনি মর্যাদা না থাকায় এই পর্যায়ে অংশ নিবে না দলটি।

বিজ্ঞাপন

বগুড়ায় নারীকে শ্বাসরোধে হত্যা
১৭ অক্টোবর ২০২৫ ১৪:০১

আরো

সম্পর্কিত খবর