Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিপিট ক্যাডার সংশোধন ফাইল নিয়ে প্রশ্ন সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১১:৪৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৩:১৩

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

“৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না।
হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না।
এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করেছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন?”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে ফাইল আটকে থাকার প্রবণতা দেশের প্রশাসনিক সংস্কারের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার সম্পর্কিত বিধি সংশোধনের দাবি দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছে। ফাইলটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর