Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৪:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৫:১২

রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সবকিছুই শেষ হয়ে গেছে— এভাবে ভাবা ঠিক হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নিজের দল যেমন ধ্বংস করেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্র, নীতি-নৈতিকতা ও আদর্শকেও ধ্বংস করেছেন। তিনি নির্বিচারে হত্যা ও গণহত্যা চালিয়েছেন— দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। দেশের এমন কোনো ব্যাংক নেই যেখান থেকে তিনি ও তার পরিবার লুটপাট করেননি।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানা ষড়যন্ত্র আছে, দেশি-বিদেশি ষড়যন্ত্রও চলছে। পার্শ্ববর্তী একটি দেশ হত্যাকারী ও লুটেরাদের আশ্রয় দিচ্ছে। তাই যেমন ঐক্যবদ্ধভাবে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, তেমনি ঐক্যবদ্ধভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দেবেন। দেশবাসী বিশ্বাস করে—ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সম্ভাবনাময় পরিস্থিতিকে সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে রক্ষা ও এগিয়ে নেওয়া সম্ভব।’

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদসহ অন্যরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর