ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো নির্বাচনকে ব্যাহত করার একটি হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ‘অতীতে স্বৈরাচারী সরকার দেশের প্রকাশনা খাতকে ধ্বংস করে দিয়েছিল। সত্য ও ইতিহাস বিকৃত করে শিক্ষাব্যবস্থাকে দলীয়করণের অপচেষ্টা চালানো হয়েছিল। যে প্রকাশকরা সত্যের পক্ষে ছিলেন, তাদের কণ্ঠরোধ করা হয়েছিল।’
নবনির্বাচিত প্রকাশক কমিটিকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে কাজ করতে হবে। প্রকাশনা খাতেও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হবে, যাতে স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস জনগণের সামনে তুলে ধরা যায়।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, সেই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমার ভোট আমি দেব— এই নীতিতে দেশকে এগিয়ে নিতে হবে।’
ফারুক আরও বলেন, ‘দেশের গণতন্ত্রকে সুসংহত করতে প্রকাশকদেরও ভূমিকা রাখতে হবে এবং সৎ ও নির্ভীক লেখনির মাধ্যমে জনগণকে সত্য জানাতে হবে।’
এ সময় বিএনপি জাসাসের সাবেক নেতা জাহাঙ্গীর শিকদার, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুরসহ অন্যরা উপস্থিত ছিলেন।