Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের বিধান নিয়ে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৩:৩২

ঢাকা: জোটবদ্ধ হলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে— গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর এই বিধানের সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তাই ভোটের বিধান সংক্রান্ত আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদন পায় বৃহস্পতিবার। এটি এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় রয়েছে। এবার আরপিও সংশোধনে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। জোটগত ভোটের ক্ষেত্রে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও ভোট দিতে হবে নিজের দলের প্রতীকে।

বিজ্ঞাপন

আরপিও’র এই সংশোধন নিয়ে রোববার সকালে বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। সাক্ষাতের সময় বিএনপির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।

ইসমাইল জবিউল্লাহ জানান, আরপিও’র ২০ অনুচ্ছেদে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে— এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এমন সংশোধনে বিএনপি হতবাক হয়েছে এবং এটি গ্রহণযোগ্য নয়। তাই তারা আরপিও’র আগের বিধান বহাল রাখার জন্য সিইসির কাছে আনুষ্ঠানিক পত্র দিয়েছেন।

তিনি বলেন, ‘অতীতে এ বিষয়ে কোনো জটিলতা হয়নি। কোনো দলের পক্ষ থেকে এ বিধান সংশোধনের দাবি আসেনি। তবে সরকারের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বিএনপি ২০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তনের সঙ্গে ঐকমত্য পোষণ করে না। এটি সরকার ও কমিশনে জানানো হয়েছে।’

ইসমাইল জবিউল্লাহ আরও জানান, জোটবদ্ধ রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার অনুযায়ী রাজনৈতিক দলগুলো চাইলে নিজ দল বা জোটবদ্ধ যেকোন দলের প্রতীকে ভোট দিতে পারবে। তাই বিএনপি আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর