Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ তৈরি হবে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ভেঙে গেলে সেটিই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। তাই গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখতে ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিজয় অর্জন করেছি। সেই ঐক্যের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি— এটি নষ্ট হলে গণতন্ত্রের অগ্রযাত্রা থেমে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব দরজা বন্ধ করে দিতে হবে।’

জুলাই সনদকে জাতীয় ঐক্যের প্রতীক আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এটি বাস্তবায়নের জন্য নির্বাচিত জাতীয় সংসদই হবে উপযুক্ত ফোরাম।’

তিনি প্রস্তাব করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার যেন সংসদকে আইনগতভাবে বাধ্য রাখার প্রস্তাব আনে। এমন আইনগত ভিত্তি গড়ে তুলতে হবে, যাতে আগামী ১০ বা ১৫ বছর পর কেউ এই প্রক্রিয়াকে অবৈধ বলতে না পারে।

নতুন রাজনৈতিক দল এনসিপির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাদের অনেক প্রস্তাব আমরা সমর্থন করি। তবে এসব প্রস্তাব যেন বাস্তবসম্মত হয় এবং ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘অতি সাবধানতার সঙ্গে আমাদের অর্জিত সাফল্যকে এগিয়ে নিতে হবে। শহিদদের স্বপ্ন ও জাতির প্রত্যাশা পূরণে ঐক্যই হবে আমাদের শক্তি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর