ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টি (জাপা) বিষয়ে রাজনৈতিকভাবে স্পষ্ট ফয়সালা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার মতে, জাপাকে ঘিরে অনিশ্চয়তা থাকলে নির্বাচনকালীন পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন বিঘ্নিত হোক আমরা তা চাই না। কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে নির্বাচনে গেলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই দলটিকে ব্যবহার করেই আওয়ামী লীগ আবার ব্যাক করার চেষ্টা করবে।’
তিনি অভিযোগ করেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ আওয়ামী লীগঘনিষ্ঠ এলাকাগুলোতে জাতীয় পার্টিকে ব্যবহার করে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ‘আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টাও হতে পারে,’— যোগ করেন তিনি।
জিএম কাদেরের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে নুর বলেন, ‘তিনি কীভাবে এমন দুঃসাহস দেখান যে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়? এ বক্তব্য গণতন্ত্রবিরোধী ও জনগণের সঙ্গে প্রতারণা।’
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘‘দেশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলাই এখন সময়ের দাবি। আমরা চাই না দেশে আবার হানাহানি বা বিভাজন হোক। আগামীর বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, ‘গণহত্যার বিচারের অগ্রগতিতে তারা সন্তুষ্ট। তবে নির্বাচন বিলম্বিত হলে বা সংকট তৈরি হলে তা রাজনীতিকদের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেন তিনি।
“গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও নির্বাচন—এই চারটি বিষয়েই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে,” —বলেন নুর।
সভায় গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।