ঢাকা: জাতীয় ঐক্যমত কমিশন নিজেদের দায়মুক্ত করতে তাড়াহুড়ো করে কিছু সুপারিশ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম শেষ করতে চেয়েছে। আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ ও সরকার সাংবিধানিক ভিত্তিতে বিষয়গুলো পর্যালোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন আজ প্রতিবেদন জমা দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। তবে, এর কিছু প্রস্তাবে অনৈক্য তৈরি হয়েছে—যার সঙ্গে বিএনপি একমত নয়।’
সালাহউদ্দিন বলেন, ‘৯০ বা ২৭০ দিনের মধ্যে সুপারিশ বাস্তবায়ন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে আইনে রূপ নেবে— এমন প্রস্তাব সম্পূর্ণ হাস্যকর।’
তিনি জানান, বিএনপি এনসিপির সঙ্গে জোট করে নির্বাচন করবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে অংশ নিলেও প্রতিটি দল যেন নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে— এমন বিধান রাখার অনুরোধ জানানো হয়েছে আইন উপদেষ্টার কাছে।
আইন উপদেষ্টা বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।