Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচনে ৫ সদস্যের কমিশন গঠন

জবি করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)। ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সম্পাদনের জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫”-এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিশনের অন্য সদস্যরা হলেন— আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে জানায়— আইন পাসের পর নির্বাচন কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রশাসন জানিয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর