ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে সই করবে না বলে পুনর্ব্যক্ত করেছে দলটি।
বুধবার (২৯ অক্টোবর) এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী লিখিত বক্তব্যে এই অবস্থান জানান।
তিনি বলেন, ‘জুলাই সনদকে কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং আইনি ভিত্তিসম্পন্ন প্রক্রিয়া হিসেবে দেখতে চায় এনসিপি। এজন্য বাস্তবায়ন আদেশের খসড়া না দেখা পর্যন্ত আমরা স্বাক্ষর থেকে বিরত ছিলাম।’
নাসিরুদ্দিন পাটওয়ারীর দাবি, এনসিপির আপোষহীন অবস্থানের ফলেই জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন সংবিধান-সম্পর্কিত নয় এমন সংস্কারের জন্য প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া দিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এনসিপি।
তবে সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে কমিশন দুটি পৃথক খসড়া উপস্থাপন করেছে। এর মধ্যে “প্রস্তাব-১” বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি।
নাসিরুদ্দিন বলেন, ‘প্রস্তাব-১ গ্রহণ করা হলে সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বিল স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়ে আইনরূপে কার্যকর হবে—এতে বাধ্যবাধকতা তৈরি হবে। অন্যদিকে প্রস্তাব-২ তে স্পষ্টতা না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়া ভেস্তে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘‘প্রস্তাব-১-এর কিছু ধারায় ভাষাগত অস্পষ্টতা আছে যা সংশোধন জরুরি। যেমন ৮(ক) ধারায় ‘করিতে পারিবে’ এর পরিবর্তে ‘করিবে’ এবং ৮(ঘ) ধারায় ‘বিবেচনা করিবে’ শব্দের অস্পষ্টতা দূর করতে হবে।’’
লিখিত বক্তব্যে এনসিপি সরকারের প্রতি তিন দফা আহ্বান জানায়—
১. ঐকমত্য কমিশন প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া (প্রস্তাব-১) গ্রহণ;
২. সংবিধান সংস্কার বিল দ্রুত প্রণয়ন ও জনসম্মুখে উন্মুক্ত করা;
৩. জুলাই সনদের আইনি ভিত্তিসম্পন্ন খসড়া সরকার গ্রহণ করলে তবেই এনসিপি স্বাক্ষর বিবেচনা করবে।