Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ আগে বাস্তবায়ন জরুরি: তাহের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৬:২৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:১১

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে। তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটি সবার আগে বাস্তবায়ন হওয়া উচিত।

বুধবার (২৯ অক্টোবর) মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে ছিলেন কমনওয়েলথ প্রতিনিধি দল, নেতৃত্বে লিনফোর্ড অ্যান্ড্রুজ।

তাহের বলেন, ‘জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথাযথ। নভেম্বর শেষের দিকে এটি সম্পন্ন হতে পারে।’

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্রকে টেকসই করা, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হয়। কমনওয়েলথ পর্যবেক্ষক দল আগামী নির্বাচনে অংশ নেবে।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, এড. মতিউর রহমান আকন্দ, সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর