Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৪:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:৫৮

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে একপেশে ও অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত ও অপচয়মূলক সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে— এমন ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন। সেক্ষেত্রে সময় ও প্রশাসনিক প্রস্তুতির বিবেচনায় নির্বাচনের আগে গণভোট আয়োজন বাস্তবসম্মত নয়। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অপচয়মূলক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গণভোটের নামে জনগণের করের টাকায় আরেকটি নির্বাচনের সমান ব্যয় সৃষ্টি করা হচ্ছে। সরকার জনগণের মতামত জানতে চাইলে সংসদীয় আলোচনার মাধ্যমেই তা করা যেত।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কমিশনের সঙ্গে এক বছরের সংলাপ এখন প্রমাণিত হয়েছে অর্থহীন ও প্রহসনমূলক। চূড়ান্ত প্রস্তাবে বেশ কিছু দফা দলগুলোর সম্মত খসড়া থেকে পরিবর্তন করা হয়েছে— এটি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।’

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। সংবিধান পরিবর্তনের ক্ষমতা শুধু রাষ্ট্রপতির। অথচ কমিশন এমনভাবে আচরণ করছে যেন তাদের হাতে সেই ক্ষমতা আছে।’

ফখরুল জানান, জুলাই সনদ ও ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বিএনপি অভ্যন্তরীণভাবে আলোচনা করছে এবং প্রয়োজনে বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে তোলা হবে।

“আমরা চাই না দেশ আবার অচলাবস্থায় পড়ুক, তবে জনগণের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে বিএনপি তা মেনে নেবে না,”—হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি নেতার ভাষায়, ‘ঐকমত্য কমিশনের নামে যা করা হচ্ছে, তা আসলে ঐকমত্য নয়; বরং জাতিকে আরও বিভক্ত করছে। কমিশন এখন সরকারের রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে।’

স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘গণভোট যদি করতেই হয়, তা নির্বাচনের পর নতুন সরকারের অধীনে হওয়া উচিত।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে দেশে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, সেখানে গণভোটের কথা বলা জনগণের সঙ্গে উপহাস।’

বিজ্ঞাপন

নিজের কাজ, নিজের পরিচয়
৩০ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর