ঢাকা: নির্বাচনের আগে গণভোট বা অন্যান্য বিতর্ক নিয়ে রাজনৈতিক দলের মধ্যে চলমান বিভাজনের মাঝে জুলাই সনদে বিএনপির সই নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যত পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘বিএনপি অনলাইনে ‘না’ বলেছে। কিন্তু তাদের এখন আর ‘না’ বলার সুযোগ নেই। তারা বিবাহে রাজি হয়েছেন, কাবিননামায় সই করেছেন। তাই ‘না’ বলার কোনো বিকল্প নেই। তাদের ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল।”
জামায়াত ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “আপার হাউজের পিআর সিস্টেম লোয়ার হাউজে নিয়ে এসে পুরো বিষয়টি নষ্ট হয়েছে। মুখে এক কথা, অন্তরে অন্য। গণভোট প্রশ্নে জামায়াত হয়তো পরবর্তীতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হবে, বা বলবে— ইলেকশনের দিনেই গণভোট হোক।”
সংস্কার কমিশনের সুপারিশমালা প্রসঙ্গে পাটওয়ারী মন্তব্য করেন, ‘কমিশন সুপারিশ দিয়েছে, এখন বল ড. ইউনূসের কোর্টে। তিনি আন্তর্জাতিক খেলোয়াড় হলেও বাংলাদেশের মাঠে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেশি তেল মর্দন করেছেন। ড্রাফট যদি প্রকাশ না করা হয়, অসৎ উদ্দেশ্য কার্যকর হতে পারে। তাই ড. ইউনূসকে আগে প্রকাশ করতে হবে। সুপারিশ ঠিক থাকলে এনসিপি সই করবে।’
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।