Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরের বক্তব্যে রাশেদ খানের সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৪:১২ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৬:০০

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঢাকা: ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (২ নভেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ লেখেন, ‘ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুর যে কথা বলেছেন, আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি। তিনি বাস্তবতা তুলে ধরেছেন— যেভাবে গ্রামগঞ্জে ৫০০ থেকে ১ হাজার টাকায় ভোট বিক্রি হয়, তেমনি বিশ্ববিদ্যালয়েও যদি ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়, তাহলে রাষ্ট্রে গুণগত পরিবর্তন সম্ভব নয়।’

তিনি আরও লেখেন, ‘নুর যথার্থ প্রশ্ন তুলেছেন— যেসব নেতৃত্ব আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, তারা কেন ভোটে পরাজিত হলেন? ছাত্র সংসদ নির্বাচনে প্যানেলভিত্তিক ভোটদানে রহস্য থেকেই গেছে, যা ছাত্র রাজনীতিতে ‘বিরাজনীতিকরণ’ ও ‘বিপ্লববিমুখতা’র ইঙ্গিত দেয়।’

বিজ্ঞাপন

রাশেদ খানের মতে, অর্থের প্রভাবমুক্ত রাজনীতি না হলে ভবিষ্যতে কোনো সংগ্রামী বা বিপ্লবী নেতৃত্ব গড়ে উঠবে না। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রশিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স বহু ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীকে হতাশ করেছে।’

তিনি আরও বলেন, ‘যদি রাজনৈতিক সংগঠনগুলো বৃত্তি, সেহরি-ইফতার আয়োজন, কুরবানির মাংস বিতরণ, পানি ফিল্টার বা হাসপাতালের ছাড়ের মতো কর্মসূচির মাধ্যমে ভোটার প্রভাবিত করে, তবে সেটা দেশের রাজনীতির জন্য ক্ষতিকর।’

তার ভাষায়, ‘জামায়াতে ইসলামী যদি সত্যিই কল্যাণ রাষ্ট্রের পক্ষে থাকে, তবে তাদের উচিত দান-খয়রাতনির্ভর ওয়েলফেয়ার পলিটিক্স বাদ দিয়ে স্পষ্ট রাজনৈতিক নীতিমালা গ্রহণ করা। অর্থ নয়, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে রাজনীতি গড়ে তুলতে হবে।’

শেষে তিনি বলেন, ‘ওয়েলফেয়ারের নামে অর্থ ছড়ানো রাজনীতি মানুষের নৈতিকতা ধ্বংস করছে। এই প্রবণতা বন্ধ না হলে রাজনীতি পরাজিত হবে, জয়ী হবে অর্থ।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর