Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির ১০ সদস্যের নির্বাচনি পরিচালনা কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১১:৩১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পূর্ণ প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দলটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি প্রস্তুতি, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংয়ের দায়িত্বে থাকবে এই কমিটি।

কমিটির প্রধান করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে, আর সেক্রেটারি হয়েছেন ডা. তাসনিম জারা।

সদস্যরা হলেন—
১. আরিফুল ইসলাম আদিব
২. মাহবুব আলম মাহির
৩. খালেদ সাইফুল্লাহ
৪. এহতেশাম হক
৫. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
৬. আলাউদ্দিন মোহাম্মদ
৭. অ্যাডভোকেট জহিরুল ইসলাম মৃধা
৮. অ্যাডভোকেট হুমায়রা নূর
৯. সাইফুল্লাহ হায়দার
১০. অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি নির্বাচনি প্রস্তুতির সব দিক তদারকি করবে এবং প্রার্থীদের সহায়তা ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় করবে। বিজ্ঞপ্তিতে সই করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর