ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শুরু করে।
বৈঠকে নেতৃবৃন্দ অবিলম্বে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। তারা প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া, জামানতের টাকার পরিমাণ বৃদ্ধি এবং নির্বাচনের সামগ্রিক ব্যয় প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব থেকে সরে আসা, এবং নির্বাচনী ব্যয় যৌক্তিক পর্যায়ে আনার বিষয়েও কমিশনের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদল গণপ্রতিনিধিত্ব আইনের সব অগণতান্ত্রিক ধারা ও বিধি বাতিলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়াও নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার না করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করাসহ নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার বিষয়গুলো নেতৃবৃন্দ তাদের আলোচনায় গুরুত্বারোপ করবেন।