Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৬:৪০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজবাড়ী ছাত্রদলের আলোচনা সভা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার(৮ নভেম্বর) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষ্যে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভাতে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের সঞ্চালনায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,যুগ্ন আহবায়ক আতিয়ার শিকদার আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, গোয়ালন্দ পৌর শাখার সভাপতি আজিম ইসলাম,সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটুয়ারী, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল প্রমুখ। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। তিনি একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং মাত্র চার বছরের মধ্যে রাষ্ট্র ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার চালু করে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করেন। এ সংস্কার পরবর্তীতে দেশের অগ্রগতির পথপ্রদর্শক হিসেবে প্রমাণিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর