Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাবি করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৬:৪০

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিস্থ লাকেম্বা লাইব্রেরি হল মিলনায়তনে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়া বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি অস্ট্রেলিয়া বিএনপির সর্বস্তরের নেতা–কর্মীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ ও ইঞ্জিনিয়ার মশিউর রহমান মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহের আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান রাশেদুল হক। বিশেষ বক্তা ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী। তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং সম্ভব হলে নিজ নিজ এলাকায় সরাসরি কাজ করার পরামর্শ দেন।

আরও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম লকিয়ত, মোবারক হোসেন, মোহাম্মদ ফয়জুর চৌধুরী, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন, ভিক্টোরিয়া বিএনপির আহ্বায়ক মো. আরিফ খান, কুইন্সল্যান্ড বিএনপির আহ্বায়ক সাঈদ চৌধুরী, তাসমানিয়া বিএনপির আহ্বায়ক মফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রিজভী আহমেদ, নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ মিয়া শরিফ, যুবদল অস্ট্রেলিয়ার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার আহ্বায়ক মশিউর রহমান তুহিন, সদস্য সচিব জাহিদুর রহমান, যুবদলের সদস্য সচিব ফারুক খান, মহিলা দলের সদস্য সচিব হাসনা হেনা, সহ-দপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো. বাদশা বুলবুল এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ।

সভাপতির ভাষণে তাওহীদুল ইসলাম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও বহুমুখী কর্মময় জীবন তুলে ধরে সবাইকে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। এছাড়া কুইন্সল্যান্ড বিএনপির নেতা–কর্মীরা আহ্বায়ক সাঈদ চৌধুরী ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ব্রিসবেনের একটি হলে সমবেত হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুকী নাদিম ও আসওয়াদুল হক বাবু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, খাজা দাঊদ হোসেন, কামরুজ্জামান হওলাদার সম্রাট, মোকসেদ আলম দিপু, সারোয়ার হোসেন শিকদার, মোবারক মিয়া, মফিজুল ইসলাম সাগর, আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার রেজানুর রহমান রুপন, নুরুল হক নূর, আবু বকর সিদ্দিক, শেখ মোহাম্মদ থমাস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রহুল আমিন, মোহাম্মদ জসিম উদ্দিন, খাদিজা জামান রুপম, মোতাহের হোসেন, আব্দুল আলীম, মোহাম্মদ আলী, মোহাম্মদ মজিবুর রহমান, আবুল হোসেন, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, খায়রুল আমিন, রানা শেখ, রায়হান তালুকদার, মোহাম্মদ মহসিন, মাহিরুল ইসলাম, মোহাম্মদ সাজেদুর রহমান, আব্দুল মবিন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর