ঢাকা: ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করবে না। নারীদের ঘরে বন্দি করে রাখা ইসলামী রাষ্ট্রব্যবস্থার নীতিতে নেই, জামায়াতে ইসলামীর নীতিতেও নেই।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি আন্দোলন-সংগ্রামে দেশের নারীদের রক্ত-ঘাম যুক্ত আছে। নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীকে ঘরে বন্দি নয়—বরং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী নারীদের মূল্যায়ন করা হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে স্থানীয় নারী ভোটারদের সঙ্গে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল আরও বলেন, ঢাকা–৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় রূপান্তর করা হবে। জনভোগান্তি কমাতে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে বৈঠকে মহানগরী দক্ষিণের ব্যবসায়ী বিভাগের সহ-সভাপতি আইয়ুব আলী ফরাজিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।