Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ মুজিব দেশকে ভারত বানিয়েছিলেন: রাশেদ প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৭:০০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:২৪

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাশেদ প্রধান।

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল। তার অপরাধ তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকার দ্বিধা করেননি। কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিলেন।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে এসব মন্তব্য করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব দেওয়া হলেও মেজর জলিল ছিলেন একমাত্র বঞ্চিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মুজিব সরকার তাকে বঞ্চিত করে। দুঃখজনক হলো— শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, দেশনেত্রী খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা— কেউই মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেননি। এমনকি অন্তর্বর্তী সরকারও না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে প্রতিহত করতে হবে। ভবিষ্যতে কেউ হিন্দুস্তানের গোলামী করতে চাইলে তাকে রুখে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
১৯ নভেম্বর ২০২৫ ১৭:২৪

আরো

সম্পর্কিত খবর